eaibanglai
Homeএই বাংলায়রাইপুরের ত্রাণ শিবিরে স্বাস্থ্য পরীক্ষা শিবির

রাইপুরের ত্রাণ শিবিরে স্বাস্থ্য পরীক্ষা শিবির

সৌমী মন্ডল, রাইপুর, বাঁকুড়া:- আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রভাবে সেভাবে ঝড় না হলেও গত দু’দিন ধরে বাঁকুড়ার দক্ষিণ অংশে বৃষ্টির দাপট ছিল। তবে আগাম সতর্কতা হিসাবে রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে জঙ্গলমহলের মধ্যে কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে। যাদের ঘরবাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই সমস্ত পরিবারগুলিকে শিবিরে নিয়ে আসা হয়েছে।

রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস বলেন, এখানে তিনটি শিবির খোলা হয়েছে- একটি মটগোদা মাকলি প্রাথমিক বিদ্যালয়ে, মৌলাসোল রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে ও শ্যামসুন্দরপুর কমিউনিটি হলে। শিবির গুলিতে কয়েকশো মানুষ রয়েছেন। তারা সেখানে রান্নাবান্না করে খাচ্ছেন। শিবিরের যারা আশ্রয় নিয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তথা রাইপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগে স্বাস্থ্য শিবির করা হয়েছে। মটগোদা সুস্বাস্থ্য কেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবযানী মিদ্যা সহ অন্যান্যরা শিবিরে থাকা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন। শ্যামসুন্দরপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য কর্মীরা স্বাস্থ্য শিবির পরিচালনা করেন। ২৬ শে অক্টোবর অতিরিক্ত জেলা শাসক সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, বারিকুল থানা পুলিশ প্রশাসন ও অন্যান্যরা উপস্থিত হয়ে শিবির পরিদর্শন করেন। আবহাওয়ার অবনতির কারণে এই সময় পেটের অসুখে ভুগতে পারেন এলাকাবাসী তার জন্য সতর্ক জেলা স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী নির্দেশমতো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও ওষুধ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার সারেঙ্গা ,রাইপুর, রানী বাঁধ , শিমলাপাল , খাতড়া এলাকায় বৃষ্টির দাপট লক্ষ্য করা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments