eaibanglai
Homeএই বাংলায়ধনতেরাসের দিন শুভ সময়ের মধ্যে কেনাকাটা করলেই একমাত্র কাঙ্খিত ফল মিলবে

ধনতেরাসের দিন শুভ সময়ের মধ্যে কেনাকাটা করলেই একমাত্র কাঙ্খিত ফল মিলবে

সঙ্গীতা চৌধুরীঃ- এই বছর ধনতেরাস ২৯ শে অক্টোবর পড়েছে। ধনতেরাসকে ধন-ত্রয়োদশী বলা হয়। এই দিন সোনা, রূপা, গহনা ও বাসনপত্র কিনলে ধনসম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায়, তাই এইদিন প্রত্যেকটি মানুষের নিজেদের সাধ্য অনুযায়ী সোনা, রূপা, বাসনপত্র ক্রয় করা উচিত। তবে ধনতেরাসের দিন যে কোন‌ও সময় কেনাকাটা করলে কিন্তু শুভ ফল পাওয়া যাবে না। কেনাকাটা করবার জন্য একটা নির্দিষ্ট তিথি রয়েছে। সেই তিথি বা সময়ের মধ্যে কেনাকাটা করলে তবেই শুভ ফল পাওয়া যাবে।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ধনতেরাসের দিন তিনটি শুভ যোগ তৈরি হয়, সেই শুভ যোগের মধ্যে সোনা, রূপা, গহনা, বাসনপত্র , জমিজমা সংক্রান্ত জিনিস কিনলে তা অত্যন্ত শুভ ফল দান করে। প্রথম শুভ সময় হল ২৯ শে অক্টোবর সকাল ০৭.৫০ থেকে ১০.০০ টা অবধি। এই সময়টি বৃশ্চিক রাশির জন্য খুব শুভ বলে মনে করা হয়।

দ্বিতীয় শুভ সময় দুপুর ০২:০০ থেকে ০৩:৩০ পর্যন্ত স্থিতিশীল, এটি কুম্ভ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ‌ বলে মনে‌ করা হয়।

তৃতীয় শুভ সময়টি তিনটি সময়ের মধ্যে সবথেকে শুভ বলে বিবেচনা করা‌ হয়। এই সময়টি হল সন্ধ্যা ৬:৩৬ থেকে রাত ০৮:৩২ পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে সোনা, রূপা,গহনা বা জমিজমা সংক্রান্ত জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments