মনোজ সিংহ, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে আজ থেকে শুরু হল রাজস্থানী মেলা। গত বছর এই শীতের সময়ে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানী মেলা এই পার্কেই । এবার এদের দ্বিতীয় বর্ষ। গতবারে তুলনায় এবারের রাজস্থানী মেলা কে আরো আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যে উদ্যোক্তারা নিয়ে এসেছেন গোটা এক টুকরো রাজস্থানকেই দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের পার্কে । আজ থেকে আগামী ১৪ ই জানুয়ারি রবিবার অবধি প্রত্যেকদিন খোলা থাকবে এই রাজস্থানী মেলা।
এবারের রাজস্থানী মেলায় থাকছে রাজস্থানী বিভিন্ন বেশভূসার সম্ভার। থাকছে রাজস্থানী লোক সংগীত, বিখ্যাত ঘুমরো নাচ, আন্তর্জাতিক মানের পুতুল নাচ বা কাঠপুতলি শো, কাচ্চিগরি ড্যান্স,সেকাওয়াতি এক্সপ্রেস ও বিভিন্ন রাজস্থানী হস্তশিল্পের সম্ভার। শুধু তাই নয় এখানে মাত্র ৬০০ টাকা প্রতি জনে পেয়ে যাবেন বিশ্ব প্রসিদ্ধ রাজস্থানী শাহী থালী খাবার সুজোগ।
শিল্পাঞ্চলের কচিকাঁচাদের জন্য এই রাজস্থানী মেলাতে রয়েছে একাধিক জয় রাইড। কচিকাচারা চিড়িয়াখানা ছাড়া মরুভূমির জাহাজ নামক উট জিব টিকে আর কোথাও দেখতে পাই না সচরাচর। কিন্তু এই রাজস্থানী মেলাতে রয়েছে বেশ কয়েকটি উট। স্বল্পমূল্যের বিনিময়ে এখানে উটের পিঠে চড়ে দেদার আনন্দ উপভোগ করতে পারেন অভিভাবক থেকে কচিকাঁচারা। বড়দের জন্য রয়েছে ঘোড়শওয়ারির সুযোগ। বেশ কয়েকটি সুসজ্জিত ঘোড়া নিয়ে আসা হয়েছে এই রাজস্থানী মেলায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য।
শিল্পাঞ্চলের বয়স্ক মানুষদের জন্য থাকছে শ্রী শ্যামের ভজন কীর্তনের সুবন্দোবস্ত। সুদূর রাজস্থান থেকে বিখ্যাত কয়েকজন গায়ক ও গায়িকা আসছেন দুর্গাপুরের এই রাজস্থানী মেলায় আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে। এই রাজস্থানী মেলাটি প্রতিদিন সকাল ১২ টা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি খোলা থাকবে। দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ শীতের সময় এক টুকরো রাজস্থান দুর্গাপুরে পেয়ে অত্যন্ত আনন্দিত।