eaibanglai
Homeএই বাংলায়উৎপাদন বন্ধ করে শ্রমিক বিক্ষোভ

উৎপাদন বন্ধ করে শ্রমিক বিক্ষোভ

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডাবর কোলিয়ারিতে কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখালো আইএনটিটিইউসির নিয়ন্ত্রণাধীন কে কেএস সি শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও খনি শ্রমিকেরা। বৃহস্পতিবার দিন সকাল থেকেই ডাবর কোলিয়ারির খনির সমস্ত উৎপাদনের কাজ বন্ধ হয়ে যায় । বিক্ষোভকারীদের দাবি তাদের দীর্ঘদিন ধরে প্রমোশন দেওয়া হচ্ছে না, এরিয়া হয়েছে কিন্তু তাও দেওয়া হচ্ছে না,কর্মরত শ্রমিকরা তাদের কোন রবিবার ছুটি পাচ্ছেন না। অন্যান্য কলিয়ারিতে যারা চলে গিয়েছেন তাদের রবিবার দেওয়া হচ্ছে। কেবল মাত্র সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারীতে দেওয়া হচ্ছেনা। তাছাড়া কর্মরত শ্রমিকদের মেডিকেল করাতে যেতে হলে কোন অ্যাম্বুলেন্স দেওয়া হয় না।পাবলিক বাসে করেই অসুস্থ শ্রমিকদের ডিউটির সময় হাসপাতালে যেতে হয় ।নতুন মেশিন থাকা সত্বেও পুরনো মেশিন দিয়ে কাজ করানো হয়। ফলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।যে সকল স্টোর ট্রাক রয়েছে সেগুলি কোন মেন্টেনেনস করা হচ্ছেনা।

একই সাথে ই সি এল এর কর্মরত শ্রমিকদের দিয়ে পঞ্চায়েত ভোটের কাজ করানো হলেও সেই টাকা এখনও তাদের দেওয়া হয়নি। এদিন শ্রমিক সংঘটনের নেতা দীনেশ লাল শ্রীবাস্তব জানান বিগত দীর্ঘদিন ধরে এখানকার কর্মরত শ্রমিকদের যেসকল দাবি তা মানা হচ্ছে না যার কারণে আজ তারা বাধ্য হয়ে কলিয়ারির উৎপাদন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments