eaibanglai
Homeএই বাংলায়বিধায়কের নেতৃত্বে মিছিল করে রানিগঞ্জে মনোনয়ন পেশ বিজেপি প্রার্থীদের

বিধায়কের নেতৃত্বে মিছিল করে রানিগঞ্জে মনোনয়ন পেশ বিজেপি প্রার্থীদের

সংবাদদাতা,আসানসোলঃ– মঙ্গলবার এক বিশাল মিছিল করে রানিগঞ্জের ব্লক অফিসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপি প্রার্থীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিকে ব্লক অফিস চত্বরে ১ ৪৪ ধারা থাকা সত্বেও বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে ব্লক অফিসে পৌঁছে যায়। এ বিষয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ব্লক অফিসের এক কিলোমিটার আগেই দলের কর্মীরা থেমে যায় এবং ব্লকের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক শুধুমাত্র প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ পরীক্ষা করে ভিতরে ঢোকার অনুমতি দেন। আর তাদের অভিভাবক ও আসানসোল দক্ষিণের বিধায়ক হিসাবে তিনি ব্লক অফিসে প্রবেশ করেছেন। পাশাপাশি তিনি বলেন, দলীয় কর্মীরা জড়ো হয়েছেন কারণ কোনো অশান্তি হলে যাতে তার মোকাবিলা করা সম্ভব হয়। একই সাথে এদিন ভাঙড় ও বর্ধমানে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এ তো হওয়ারই ছিল। মুখ‍্যমন্ত্রীর দলের নেতাই বলেছেন পুলিশ দেখলে বোমা মারতে। এতে পুলিশের মাথা ফাটার ঘটনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। একই সাথে মনোনয়ন পত্র দাখিলের চতুর্থ দিনেও তৃণমূলের তেমন উদ‍্যোগ না থাকার বিষয়ে কটাক্ষ করে তিনি বলেন, ক‍্যামাক স্ট্রিট থেকে এখনো তালিকা এসে পৌঁছায়নি। নতুন তিরিশ হাজার তালিকা যুবরাজ ঠিক করেছেন। যেখানে তৃণমূলের পুরানো কর্মীদের ঠাঁই নেই। আসলে তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে । একই সাথে তিনি তৃণমূলি সন্ত্রাসের প্রতিরোধ প্রসঙ্গে বলেন, বাংলার জনগণের সাথে তৃণমূলের বিরুদ্ধে একমাত্র বিজেপি কর্মীরাই প্রতিরোধ গড়ে তুলেছে। প্রয়োজনে তারা প্রতিশোধ নিতেও পিছিয়ে পড়বেন না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments