নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ মানবিক পুলিশ। আর কেউ না বলুক অন্তত রানীগঞ্জের সাউ পরিবারের কাছে পুরুলিয়ার আদ্রা থানার পুলিশ আধিকারিকরাই হয়ে গেলেন ভগবানের সাক্ষাৎ দূত। মূলত পুলিশি তৎপরতায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেল এক পরিবার। ঘটনা পুরুলিয়ার আদ্রা থানা এলাকার। জানা গেছে, অজয় সাউ নামে বছর চোদ্দর এক কিশোর রানীগঞ্জ এলাকার বাসিন্দা। গত রবিবার বাড়ির অজান্তেই নিজের খেয়ালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মানসিক ভারসাম্যহীন অজয়। এরপর সে আদ্রাগামী ট্রেনে চেপে পুরুলিয়ার আদ্রা স্টেশনে পৌঁছে যায়। সেখানে স্টেশনে ইতস্ততভাবে ঘোরাফেরা করলে সন্দেহ হয় আদ্রা থানার পুলিশের। সেইমতো পুলিশ অজয় সাউ নামে ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তাকে তার নাম, ঠিকানা, বাড়ির ফোন নম্বর ও বাবা-মায়ের নাম জানার চেষ্টা করে। সেইমতো আদ্রা থানার পুলিশ রানীগঞ্জে ওই কিশোরের বাড়িতে ফোন করে অজয়ের বিষয়ে জানালে বৃহস্পতিবার রানীগঞ্জ থেকে তার বাবা আদ্রা থানায় পৌঁছায়। সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করেন তিনি। আদ্রা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক ব্যানার্জী জানান, দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল তপন দাস বাউরির প্রচেষ্টাতেই রানীগঞ্জে ছেলেটির বাবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তিনি জানান, পুলিশের তরফে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে ছেলেটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের এহেন মানবিক কাজে সন্তুষ্ট স্থানীয়রা। কারণ এর আগে বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে বহুবার নানান অভিযোগ ও বিক্ষোভের খবর সামনে এসেছে। ফলে বেশ কয়েক বছর ধরেই পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা ক্রমশ কমছিল। কিন্তু বুধবার আদ্রা পুলিশের এহেন মানবিকতা নিঃসন্দেহে সাধারণ মানুষের পুলিশের ওপর আস্থা বাড়াবে তা বলাইবাহুল্য।