সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নিখোঁজ হওয়ার প্রায় দুদিন পর রানিগঞ্জে দামোদরে তলিয়ে যাওয়া যুবক খনি কর্মীর দেহ উদ্ধার হল। গতকাল রাজ্য পুলিশের সপ্তম ব্যাটেলিয়ানের উদ্ধারকারী দল দামোদর নদীর বাঁকুড়ার মেজিয়ার কাছাকাছি জায়গা থেকে খনি কর্মী অভিজিৎ মন্ডল (২৫) এর দেহ উদ্ধার করে।
প্রসঙ্গত,গত বুধবার দুপুরে জামুড়িয়ার বাসিন্দা খনি কর্মী অভিজিৎ মন্ডল তার চার বন্ধু সঙ্গে রানিগঞ্জের একটি বেসরকারি পাম্প হাউসের অদূরে ব্রিজের নিচে দামোদর নদে স্নান করতে নামেন। স্থানীয় সূত্রে জানা যায় ওই জায়গায় নদীতে জলের মধ্যে ঘুর্ণি রয়েছে। আর সেখানেই খনি কর্মী ও তাঁর বন্ধুরা স্নান করতে নামনে এবং কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যান অভিজিৎ। খবর পেয়ে রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ি ও মেজিয়া থানার পুলিশ এলাকায় পৌঁছয় ও যুবকের খোঁজে তল্লাশি শুরু করে। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরও যুবকের হদিশ মেলেনা। অবশেষে ডেকে পাঠানো হয় ডিজাস্টার্স ম্যানেজমেন্টের বিশেষ উদ্ধারকারী দলকে। তাঁরা স্পিড বোট নিয়ে খোঁজ শুরু করে। কিন্তু অন্ধকার নেমে যাওয়ায় তল্লাশি বন্ধ হয়ে যায়। পরে আলোর ব্যবস্থা করে রাত আটটা নাগাদ ফের তল্লাশি শুরু হলেও সেদিন রাত পর্যন্ত যুবকের খোঁজ পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবারও দিনভর চল্লাশি চালিয়েও যুবকের খোজ মেলেনি। অবশেষে শুক্রবার সকালে সফলতা পায় উদ্ধারকারী দল।





