সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গত শুক্রবার দুপুরে রানিগঞ্জের বার্নস প্লটের একটি দোকান থেকে চুরির ঘটনায় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। স্থানীয় একটি দোকানের ক্যাশ বাক্স থেকে চুরি যায় নগদ টাকা। এরপর ওই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই সামনে আসে এক মহিলা চোরের কীর্তি! ওই ফুটেজের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরালও হয়। ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায় রানিগঞ্জের বার্নস প্লটের ব্যবসায়ী সঞ্জয় খৈতানের দোকানে দুপুরে, একজন মহিলা কোলে একটি ছোট শিশুকে নিয়ে ঢুকছেন। সেই সময় সঞ্জয় খৈতান মধ্যাহ্নভোজের জন্য বাড়ির ভেতরে গেছিলেন। সেই সুযোগে মহিলা দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয়।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ওই চুরির ঘটনায় ব্যবসায়ীর তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ভাইরাল ভিডিওর সূত্র ধরে মহিলাকে শনাক্ত করার চেষ্টা চলছে।





