এই বাংলায় ওয়েব ডেস্কঃ– রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সামগ্রিক উন্নয়ন সুনিশ্চিৎ করতে ও আপৎকালীন পরিস্থিতিতে জরুরী সহায়তার জন্য় বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। এর জন্য আগামী ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় বিশেষ প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে। এই অভিযানে বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে অন্তর্ভুক্ত করা হবে। পরিযায়ী শ্রমিকদের সরকারি খাতায় নথিভুক্ত করানোর পাশাপাশি, যে সব পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার রাজ্য ছেড়ে চলে গিয়েছেন তাদের তথ্যও ১-১০ নভেম্বরের মধ্যে সংগ্রহ করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। জেলাভিত্তিক এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকদের।
প্রসঙ্গত গত মাসেই শেষ হয়েছে দুয়ারে সরকার কর্মসূচির শিবির। এই শিবিরেও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজ হয়েছে। তাতে রাজ্যের ১৪ লক্ষ ২৫ হাজার পরিযায়ী শ্রমিক সরকারি খাতায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। কিন্তু এই পরিসংখ্যানে সন্তুষ্ট নয় সরকার। তাই এবার বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।