সংবাদদাতা, আসানসোলঃ- শুক্রবারই প্রকাশিত হচ্ছে রাজ্যের ৯৩ টি পুরসভার সংরক্ষনের তালিকা। তাই নিয়ে ভেতর ভেতর রাজনৈতিক উৎকন্ঠা আসানসোলে। কারন, এ বারের সংরক্ষন তালিকায় থাকা আসানসোলে এ বছরই পুরভোট। তাতে, শাসক তৃনমূল কংগ্রেসের বহু হেভিওয়েট নেতা-ই নিজের নিজের ওয়ার্ডে দাঁড়াবার সুযোগ পাবেন না। যেমন, মেয়র জীতেন্দ্র তিওয়ারি। তিনি ৩৮ নম্বর ওয়ার্ড থেকে জিতে এসেছিলেন। ওই আসনটি এবার তপশিলি উপজাতির মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত হবার কথা। আবার, পুরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটাজির ৩০ নম্বর ওয়ার্ডের জিতে আসা সিট টি ও এবার তপশিলি জাতির মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত হচ্ছে।
শুক্রবারই দুপুরে প্রকাশিত হচ্ছে তালিকা। তবে, মেয়র জীতেন্দ্র তিওয়ারি বললেন, “সরকারি নিয়মেই আসন বন্টন হয়। সেই মোতাবেক আমার দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রার্থী বাছাই এর ব্যাপারে।
আসানসোলে বিজেপি অবশ্য মনে করছে, সংরক্ষন যাই হোক, পুরবোর্ড এবার তাদের দখলে আসছে। দলের জেলা সভাপতি লক্ষন ঘোড়ুই বললেন, “ও সব নিয়ে আমরা ভাবছি না। আমরা প্রস্তুত, যে কোনো পরিস্থিতিতে লড়াই’র জন্য”।
আসানসোল নগর নিগমের মোত ওয়ার্ড ১০৫ টি।