নিজস্ব প্রতিনিধি, লাউদোহা:- লাউদোহার দূর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত বাঁশগড়া, হেতেডোবা এলাকার প্রায় দশ হাজার গরীব মানুষ মোরাম ও ব্যালাস তোলার কাজে যুক্ত বলে স্থানীয় সূত্রের খবর। বিক্ষোভ কারীদের দাবী গত প্রায় দুই মাস ধরে কাজ বন্ধ হয়ে গেছে। বন্ধের কারণ হিসাবে প্রাথমিক ভাবে স্থানীয়দের থেকে জানা গেছে প্রশাসন ব্যালেশ উৎপাদনের জন্য চালান দিচ্ছে না, তাই তাদের কাজ বন্ধ হয়ে গেছে। পুজোর মুখে কাজ বন্ধ হয়ে যাওয়ায় টান পড়েছে পেটে, ফলে আজ বিকাল চারটে থেকে লাউদোহার সরপি মোড় এ এলাকার প্রায় হাজার খানেক বিক্ষোভ কারী সরপি উখরা, দূর্গাপুর, লাউদোহা রাস্তা অবরোধ করেন। বিক্ষোভের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ কারীদের একটায় দাবী , তাদের কাজ দিতে হবে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ফরিদপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু তাতেও বিক্ষোভ কমেনি বিক্ষোভ কারীদের। বৃষ্টি কে উপেক্ষা করেই বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। অবশেষে ঘটনাস্থলে আসেন আসানসোলের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তার আশ্বাসে বিক্ষোভ কারীরা বিক্ষোভ তুলে নেয়। তবুও বিক্ষোভ কারীদের দাবী তারা তাদের কাজ বিধায়কের কথা মত না পেলে, আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন হবে এলাকায়।