eaibanglai
Homeএই বাংলায়মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ এবং কমলালেবু প্রদান পুর প্রতিনিধির

মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ এবং কমলালেবু প্রদান পুর প্রতিনিধির

সংবাদদাতা নববারাকপুরঃ- জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিকের শেষ দিনে শনিবার পরীক্ষার্থীদের একটি গোলাপ ফুল ও কমলালেবু দিয়ে তাদের শুভেচ্ছা বিনিময় ও উৎসাহিত করলেন নববারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সুদীপ ঘোষ।শনিবার পরীক্ষার শেষ দিনে মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৮৪ জন কলোনী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের হাতে একটি গোলাপ ফুল ও কমলালেবু প্রদান করেন পুর প্রতিনিধি সহ ওয়ার্ডের সদস্যরা ।

পুর প্রতিনিধি সুদীপ ঘোষ জানান কলোনী গার্লস হাইস্কুল একটি নামকরা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানে তাদের শুভেচ্ছা বিনিময় এবং প্রীতি গোলাপ ফুল ও একটি করে কমলালেবু তুলে দেওয়া হল। তাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে তাদের উৎসাহিত করা হল। পরীক্ষার্থীদের কথা ভেবে তাদের সুবিধার্থে এলাকায় স্যানিটাইজের পাশাপাশি অভিভাবক দের বসবার সুব্যবস্থাও করে দেওয়া হয়েছে।পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার ঐকান্তিক অনুপ্রেরণায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে এগিয়ে চলেছি। পুর প্রতিনিধি হিসেবে এলাকায় সামাজিক দায়বদ্ধতা পালনে এই সামান্য প্রয়াস মাত্র।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments