eaibanglai
Homeউত্তর বাংলাআজ সদ্ভাবনা  দিবস

আজ সদ্ভাবনা  দিবস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর স্মরণে ভারতে প্রতি বছর ২০ আগস্ট দিনটি সদ্ভাবনা দিবস হিসেবে পালন করা হয় । এই বছর প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯ তম জন্মবার্ষিকী । ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাঁর মৃত্যুর এক বছর পর ১৯৯২ সালে রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার চালু করেছিল । জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশ জুড়ে নানান সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।

মাত্র ৪০ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী। তিনি দেশের উন্নয়ন এবং নাগরিকদের কল্যাণে তাঁর অবদানের জন্য পরিচিত। রাজীব গান্ধী ভারতের প্রধামন্ত্রী হওয়ার পর আধুনিকীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ ও নীতি চালু করেছিলেন। তিনি প্রযুক্তি, কম্পিউটারাইজেশন এবং টেলিযোগাযোগের উপর জোর দিয়েছিলেন, ভারতকে একটি প্রযুক্তিগতভাবে উন্নত দেশে রূপান্তর করার জন্য “ভিশন ২০২০” প্রোগ্রাম চালু করেছিলেন। তিনি সরকারি কাজকর্মে, ব্যাঙ্কিং এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারাইজেশন চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতে সফ্টওয়্যার শিল্পের বিকাশে তাঁর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটি তখন থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়। ১৯৮৪-১৯৮৯ সাল পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর জন্মবার্ষিকীতে ভারতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজের উন্নতিতে অবদান রাখার জন্য সদ্ভাবনা দিনটি পালিত হয় ।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর নতুন দিল্লির সফদরজং রোডের নিজের বাসভবনে দেহরক্ষীদের গুলিতে নিহত হন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপরই রাজীব গান্ধী ১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীরূপে কার্যভার গ্রহণ করেন। রাজীব গান্ধীর রাজনৈতিক কর্মজীবন অকালে শেষ হয়ে যায় যখন তিনি ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রচারে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। তাঁর অকাল মৃত্যু সত্ত্বেও, রাজীব গান্ধীকে একজন ক্যারিশম্যাটিক নেতা হিসেবে স্মরণ করা হয়, যিনি ভারতের আধুনিকীকরণ উন্নয়ন ও গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments