eaibanglai
Homeএই বাংলায়আদিবাসী সমাজের কর্মা উৎসবের শুভ সূচনা

আদিবাসী সমাজের কর্মা উৎসবের শুভ সূচনা

সংবাদদাতা,আসানসোলঃ– সালানপুর ব্লকের জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরামপুর ফুটবল ময়দানে বৃহস্পতিবার ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসবের শুভ সূচনা হল। বহু প্রচীন কাল থেকেই আদিবাসী সমাজে এই উৎসব পালিত হয়ে আসলেও সালানপুর ব্লকের এই উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এই উৎসব চলে সাত দিন ধরে। উৎসবে বিশেষ ভাবে ধানের ক্ষেতে কর্মা দেবতার পুজো করা হয়। মহিলারা সাত দিন ধরে কর্মা গাছের ডাল পুঁতে সারারাত ধরে এই পুজো করে থাকেন। তাছাড়া এই উৎসবে বোন-দিদিরা, ভাই ও দাদাদের দীর্ঘায়ু কামনায় উপবাস করে এই পুজো করেন। সকলে মিলে একসাথে নাচ গান ও খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই এই উৎসব সমাপন হয়।

এদিন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং সহ অনেকে। অনুষ্ঠানে বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।পাশাপাশি আদিবাসী মহিলারা সমাজ উৎসবের রীতি মেনে বিধায়কের পা ধুয়ে দিয়ে তাঁকে বিশেষ সম্মান জানান। বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় কর্মা দেবতার সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করে এই উৎসবের শুভ সূচনা করেন। বিধায়ক জানান এই উৎসবে প্রতি বছরই তিনি আসেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments