সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। জানা গেছে গত মঙ্গলবার কল্যানেশ্বরী অঞ্চলের লেফট ব্যাংক এলাকায় এক প্রৌঢ়কে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদ করলেও সে সঠিক কোনো উত্তর দিতে না পারায় তাকে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে প্রৌঢ় মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। যদিও পুলিশের জিজ্ঞাসাবাদে প্রৌঢ় জানান তাঁর নাম পুকুলধারী কুমার। তিনি উত্তরাখণ্ড থেকে ট্রেনে করে নিজের বাড়ি উত্তর প্রদেশ ফিরছিলেন। কিন্তু কোনোভাবে আসানসোলে পৌঁছে যান। তাঁর কাছ থেকে পরিবারের সদস্যদের নাম ও ফোন নম্বরও উদ্ধার করে পুলিশ। এরপর পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করে ডেকে পাঠায়। অবশেষে পরিবারের সদস্যরা বুধবার দুপুরে কল্যানেশ্বরী ফাঁড়িতে পৌঁছলে পুকুলধারী কুমারকে তাঁদের হাতে তুলে দেয় পুলিশ।
পুকুলধারী কুমারের শ্যালক রামরীত কুমার জানান দিন কয়েক ধরে পুকুলধারী কুমার নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজ খবর করছিলেন। এরই মধ্যে মঙ্গলবার তাঁরা জানতে পারেন তিনি কল্যানেশ্বরী ফাঁড়িতে রয়েছেন।
কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ কর্মীদের তৎপরতায় স্বাভাবিকভাবেই খুশি পুকুলধারী কুমারের পরিবারের লোকজন পুলিশ কর্মীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।





