সঙ্গীতা চৌধুরীঃ- যে কোনও পুজোর ক্ষেত্রে দেখা যায় পুরোহিত তিনবার করে শান্তি বলেন। একবার একজন প্রশ্ন করেছিলেন, “পুজোর মধ্যে মন্ত্র পড়ে মাঝেমাঝেই পুরোহিত ওম শান্তি শান্তি শান্তি বলেন। কিন্তু তিনবার শান্তি বলেন কেন?” এর উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেন, মানুষের জীবনে তিন ধরনের দুঃখ আছে সেই তিন ধরনের দুঃখ থেকে যাতে মানুষ মুক্তি পায় সেই কারণে তিনবার শান্তি বলা হয়।
মহারাজের কথায়,‘মানুষ মূলত তিনটি কারণে কষ্ট পায়। আধ্যাত্মিক বা নিজের দোষে যেমন লোভ বা ভয়ের পরিণতিতে অর্থাৎ খারাপ কাজের জন্য বা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে না শেখা। আধিভৌতিক মানে অন্য ভূত (জীব)-এর অত্যাচারে। যেমন খারাপ লোকের নিষ্ঠুরতা থেকে সাপের আক্রমণ এবং আধিদৈবিক বা প্রাকৃতিক দুর্যোগে। বন্যা, ভূমিকম্প ইত্যাদি। এই তিনটি ক্ষেত্রে সে কষ্ট পেয়ে অশান্ত হয়ে ওঠে। তিনের কষ্ট দূর করার জন্য তিনবার শান্তি বলা হয়। আসলে এভাবে মানুষকে সতর্ক করা হয় কষ্টের কারণ খুঁজে বের করতে।





