রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সাস্থ্য দপ্তরের সহযোগিতায় পূর্ব বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের সরগ্ৰাম পঞ্চায়েতের সভাকক্ষে সোমবার সাস্থ্য সাথী কার্ড বিতরণ করা হল। সরগ্ৰাম পঞ্চায়েতের পুইনিগ্ৰম,ও নসোনাগ্ৰামের ১৫০০ জন দুঃস্থ মানুষদের সাস্থ্য সাথী কার্ড বিতরণ করা হল। দুঃস্থ মানুষরা চিকিৎসার জন্য ৫,০০,০০০ টাকা পর্যন্ত পরিষেবা দেওয়া হয় সাস্থ্য সাথী কার্ডে। উপস্থিত ছিলেন সরগ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত হাজরা। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষেরা।
কাটোয়া ১নং ব্লকের সরগ্ৰাম পঞ্চায়েতের ১৫০০ জন দুঃস্থ মানুষদের সাস্থ্য সাথী কার্ড বিতরণ
RELATED ARTICLES