শুভ্রাচল চৌধুরী, সোনামুখী : ফের দামোদরের চরে মিলল বিশালাকার ধাতব বস্তু, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল বলে প্রাথমিক ধারণা, দুর্ঘটনার আশঙ্কায় এলাকা ঘিরে সেনা বাহিনীকে খবর দিল পুলিশ ।
দামোদরের চরে ধাতব বস্তু দেখে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে ধারণা বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল। দুর্ঘটনার আশঙ্কায় শেলের চারিদিক ঘিরে সেনা বাহিনীকে খবর দিল স্থানীয় সোনামুখী থানার পুলিশ।
বছর কয়েক আগে দামোদরের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায়। সেবার সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল হিসাবে চিহ্নিত করে তা নিস্ক্রিয় করে। এবার সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন দামোদরের চরে। জানা গেছে এদিন স্থানীয় মানুষেরা নদীর চরে ওই ধাতব বস্তুটিকে দেখতে পান। ধাতব বস্তু উদ্ধারের ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তে অসংখ্য কৌতুহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিধ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বস্তুটিকে ঘিরে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে।