সঙ্গীতা চৌধুরীঃ- তুলসী মালা কেউ গলায় পড়লে অনেকে হাসাহাসি করেন। কিন্তু এটা কখনোই করা উচিত নয়। কারণ তুলসীর মালা অনেক বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকে। শাস্ত্রমতে বলা হয় তুলসীর মালা যে পড়ে তার জীবনের অনেক বাধা ও বিপত্তি সহজেই কেটে যায়।
তুলসী মালা গলায় পরার উপকারিতাগুলি হল-
১। বজ্রাঘাতের মত দুর্যোগের হাত থেকে তুলসীর মালা ব্যক্তিকে রক্ষা করে।
২। তুলসীর মালা পড়ার অভ্যাস মানুষকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করে।
৩। তুলসীর মালা যিনি ধারণ করেন তিনি রোগের থেকে মুক্তি পান।
৪। তুলসী মালা যিনি গলায় ধারণ করে থাকেন তিনি ভগবান বিষ্ণুর প্রিয় হয়ে ওঠেন।
৫। তুলসীর মালা যিনি গলায় ধারণ করেন তার মধ্যে ধীরে ধীরে সাত্ত্বিক গুণাবলী তৈরি হতে থাকে।
৬। তুলসীর মালা গলায় ধারণ করলে মানুষের রোগ যন্ত্রণা অনেক কমে আসে এবং মানুষের সহ্য শক্তি বৃদ্ধি পায়।


















