নীহারিকা মুখার্জ্জী, নদীয়া:- রাত পার হলেই জন্মদিন। এতদিন নিজের বাড়িতে স্বামী, পুত্র, আত্মীয় ও প্রিয়জনদের সঙ্গে নিজের জন্মদিন পালন করেছেন নদীয়া কাঁচরাপাড়ার ছোটো আশ্রম পাড়ার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী সোনালী পাল। এবার তিনি নিজের জন্মদিনের প্রাক্ মুহূর্ত অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারি বেশ কিছুটা সময় কাটালেন বাড়ির অদূরে একটি ইটভাটার প্রায় ৭০ জন অসহায় শিশুদের সঙ্গে।
ছোট্ট ভাইঝি অনন্যার নিজের হাতে তৈরি কেক ছাড়াও তিনি ওদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছিলেন। এমনকি নিজের হাতে কয়েকজন বাচ্চাকে খাইয়ে দিয়েছেন। এছাড়াও ৩৩ জন বাচ্চা মেয়ে ও ৯ জন বাচ্চা ছেলের হাতে তুলে দিয়েছেন নিজের হাতে তৈরি নতুন জামা। আরও কয়েকজনকে জামা দেওয়ার ইচ্ছা থাকলেও এর বেশি আর্থিক সামর্থ্য তার ছিলনা। তাছাড়া ছেলেদের পোশাক তিনি ঠিকমত তৈরি করতে পারেননা। কেকের টুকরো, নতুন জামা ও দুপুরের খাবার পেয়ে বাচ্চাগুলো খুব খুশি।
নিজের স্বামী স্বরাজ পাল ও পুত্র সুমন পাল এবং বান্ধবী রীণা ও ইটভাটা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোনালী দেবী বললেন – স্বামী-পুত্র সক্রিয় সহযোগিতা না করলে আমার পক্ষে এতগুলো বাচ্চার পাশে দাঁড়ানো কখনোই সম্ভব হতোনা। রান্নার কাজে সাহায্য করে গেছে আমার বান্ধবী। আমার ভাইঝি অন্যনা সারারাত ধরে অনভ্যস্ত হাতে ওদের জন্য তৈরি করেছে আমার জন্মদিনের কেক। পাশাপাশি তিনি আরও বললেন – পার্থিব উপহার না পেলেও আজ আমি পেয়েছি ওই বাচ্চাদের অকৃত্রিম হাসি। এটাই ছিল আমার জীবনের সেরা জন্মদিনের উপহার।