সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার ‘কালীক্ষেত্র’ হিসেবে পরিচিত প্রাচীণ পৌর শহর সোনামুখীতে কালী কার্নিভালের রীতি বহুদিনের। কিন্তু করোনা আবহে গত দু’বছর প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে কার্নিভালে অংশ নিতে পারেননি শহরের মানুষ। এবছর ফের দীর্ঘ ধারাবাহিকতা বজায় রেখে আয়োজন করা হয়েছিল কালীপুজোর বিসর্জন উপলক্ষ্যে কার্নিভালের। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই কার্নিভালে ঢল নামে মানুষের।
প্রসঙ্গত সোনামুখী শহরে মোট কালী পূজার সংখ্যা ২৫০ টিরও বেশি। তার মধ্যে লাইসেন্স প্রাপ্ত পূজার সংখ্যা ২১ টি। পুলিশ, প্রশাসন ও কালী পূজা উপলক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি এই কার্নিভালের পরিচালনার দায়িত্বে থাকে। তাদের তৈরি করে দেওয়া নির্দেশিকা অনুযায়ী একে একে প্রতিমাগুলি শহরের চৌরাস্তার মোড়ে পৌঁছয়। সেখানে আতস বাজির প্রদর্শণী শেষে বিসর্জনের শোভাযাত্রা বা কার্নিভাল এগিয়ে যায় নির্দিষ্ট পথে।
কানিভাল উপলক্ষ্যে যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরজুড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। পুরো কার্নিভালের উপর নজরদারি রাখতে লাগানো হয়েছিল ৩১ টি সি.সি ক্যামেরা । সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি জানান, অন্যান্য বছরে তুলনায় এবছর নিরাপত্তা আরো বেশি জোরদার করা হয়েছিল ।
প্রসঙ্গত কানির্ভাল উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় জনসমুদ্রের চেহারা নিয়েছিল সোনামুখী পৌরশহর। আর সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙ্গা।