eaibanglai
Homeএই বাংলায়তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার হুশিয়ারি সৌমিত্র খাঁ'র, তীব্র কটাক্ষ সুজাতার

তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার হুশিয়ারি সৌমিত্র খাঁ’র, তীব্র কটাক্ষ সুজাতার

সংবাদদাতা, বাঁকুড়া:- তৃণমূল যদি পঞ্চায়েতের মতো দাদাগিরি করে বা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উপড়ে নেবো, সেই ক্ষমতা আমি রাখি। এমনই হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। জয়পুর ব্লকের ময়নাপূরে বিজেপির একটি বুথভিত্তিক সম্মেলনের পাশাপাশি নির্বাচনী প্রচার কর্মসূচী অনুষ্ঠিত হয়। সেই কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এলাকার কর্মীদের অভয় দিয়ে বলেন, পঞ্চায়েতে এই এলাকায় ভোট করতে দেয়নি তৃণমূল। তাদের দাদাগিরিতে এই ব্লকের পঞ্চায়েত গুলিতে তৃণমূল ছাড়া ভোটে প্রতিদ্বন্ধী করতে দেওয়া হয়নি ফলে ব্লকের লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে পারেনি। তবে এবার যদি বিজেপি কর্মীদের উপর তৃণমূল আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উপড়ে নেবো,সেই ক্ষমতাও রাখি বলে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ’।

অন্যদিকে সৌমিত্র এর এই হুঁশিয়ারিকে একপ্রকার ওর কালচার বলেই কটাক্ষ করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের। আরো বলেন তিনি দশ বছরের এমপি অথচ একদিনও ময়নাপুরে যায়নি আজ যখন প্রার্থী হিসাবে আমার নাম প্রকাশ হয়েছে বা জয়পুর থেকে আমি জেলাপরিষদের নির্বাচিত সদস্য তাই তিনি এখন ময়নাপুরে চলে গেছেন। কথায় বলে এতদিন দেখা যায়নি তাকে আজ ময়নাপুরের ময়না সাজতে গেছেন উনি তবে কোনো লাভ হবে না দাবী করেন সুজাতা মন্ডল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments