eaibanglai
Homeএই বাংলায়গীতাঞ্জলি আয়োজিত বসন্তোৎসব

গীতাঞ্জলি আয়োজিত বসন্তোৎসব

সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুরের ‘গীতাঞ্জলি’ আয়োজিত বসন্তোৎসব এ বছরে ১১ বছরে পদার্পণ করল। ভোর বেলাতেই সিটি সেন্টারের বিদ্যাসাগর স্কুল থেকে বৈতালিক শুরু হয় এবং বিভিন্ন বয়সী নৃত্যশিল্পীরা ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ রবীন্দ্রগানের সঙ্গে নৃত্য প্রদর্শনের মাধ্যমে এলাকার কিছু অংশ পরিক্রমা করে চতুরঙ্গ ময়দানের মূল মঞ্চে উপস্থিত হন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতাদের সামনে স্বাগত ভাষণ দেন অনুষ্ঠানের সংগীত পরিচালক বুদ্ধদেব সেনগুপ্ত। একক ও সমবেত মিলিয়ে মোট ১৯ টি গান, ১৭ টি নৃত্য,৮টি কবিতা এবং ভাষ্যপাঠ সম্বলিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মালা দেব বর্মন, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়, অর্ণশ্রী চক্রবর্তী, প্রিয়াঙ্কা লাহা, প্রণব মুখোপাধ্যায়,সত্য বন্দোপাধ্যায় প্রমূখ ১৭ জন শিল্পী। নৃত্য পরিবেশনায় ছিলেন স্থানীয় উল্লেখযোগ্য নৃত্য শিল্পীদের সংস্থা কলাক্ষেত্রম্, আনন্দম্, নৃত্যাঞ্জলি, সৃষ্টি, সুর ও ছন্দম্, পাঞ্চজন্য, ভানুচক্র, আরাধনা, কলামন্দির শৈলী, নৃত্তিকস্, সরগম কলাকেন্দ্র, দুর্গাপুর চিরন্তন, স্বর্ণদীপা কলামন্ডলম্, সোমা ভৌমিক, চিরন্তন কথা, সমদর্শনা,মন্দাকিনী চৌধুরী,মনীষা ভট্টাচার্য্য ইত্যাদি সংস্থা এবং শিল্পী বৃন্দ। আবৃত্তি এবং ভাষ্যপাঠে অংশ নেন গৌতম চক্রবর্তী, মিতা চৌধুরী, প্রসূন চট্টোপাধ্যায়, বরুণ রায়, হৃদয় সাঁই, শ্রাবন্তী সাহা প্রমূখ। সামগ্রিক পরিচালনায় ছিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কীর্তি আজাদ, দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক ও মেয়র অপূর্ব মুখোপাধ্যায় প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments