eaibanglai
Homeএই বাংলায়নির্বাচনের মুখে শাসক দলের কোন্দল প্রকাশ্যে, বির্তক,তরজা

নির্বাচনের মুখে শাসক দলের কোন্দল প্রকাশ্যে, বির্তক,তরজা

সংবাদদাতা, কুলটি ও আসানসোল:- লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হয়ে গেছে। প্রার্থীর নাম ঘোষণার পরে দলের তরফে জোর কদমে প্রচারও শুরু হয়েছে।

এরই মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান তথা কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়াতে পোস্টকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি তার পোস্ট এই লোকসভা নির্বাচনের আগে এই জেলা তথা আসানসোল শিল্পাঞ্চলে শাসক দলের কোন্দল প্রকাশ্যে চলে এলো। স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে জেলা ও কুলটি ব্লক নেতৃত্ব। জেলা চেয়ারম্যান তার পোস্টে লিখেছেন ” গতকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে যে পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে আমার সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি। স্পষ্ট করে একটা কথাই বলছি যদি কোনো রকম দুর্নীতির অভিযোগ ওঠে তা হলে যিনি যুক্ত এবং যিনি তাকে দায়িত্ব দিয়েছেন একমাত্র তারাই দায়বদ্ধ থাকবেন। কুলটিতে দল এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না “। আর জেলা চেয়ারম্যানের অনেকটা দলের বিরুদ্ধে করা সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে দুই বিরোধী দল বিজেপি ও কংগ্রেস।

এই নিয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন, সোশ্যাল মিডিয়ার পোস্টের বিষয়বস্তু একবারে ঠিক। কারণ এই নিয়োগের বিষয়টি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও ব্লক নেতৃত্ব জানেন না। তিনি আরো বলেন, দলের জেলার নেতৃত্বর কাছে আমার আবেদন যে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির সাথে আলোচনা করলে ভালো হয়। কারণ এই নিয়ে কুলটি এলাকার মানুষের কাছে বার্তা অন্যরকম ভাবে যাচ্ছে। তাই কোন কিছু করার আগে তাদেরকে জানিয়ে করলে সব জিনিসটাই ভালো হয়। পাশাপাশি এটাও ঠিক যে জেলা নেতৃত্ব কুলটি ব্লকে অনেক সময় আসেন। কিন্তু ব্লকের নেতৃত্বকে না জানিয়ে আসেন। দলের নেওয়া সিদ্ধান্তর বেশির ভাগ আমাদেরকে জানানো হয়না। জেলার নেতারা হটাৎ চলে আসেন। জেলা নেতৃতের কাছে অনুরোধ করবো, কুলটির বিষয়ে যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন, তার আগে কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়কে জানাবেন। তাদের সাথে আলোচনা করে নিলে ভালো হয়। আপনারা সবসময় কুলটি ব্লকে স্বাগত। তাই যখন আসবেন তখন আমাদেরকে জানিয়ে এলে ভালো হয়। তবে তিনি এই পোস্ট নিয়ে দলে গোষ্ঠী কোন্দলের বিষয়টি সরাসরি উড়িয়ে দেন। জেলা নেতৃত্বর তরফে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের এই পোস্ট নিয়ে কোন মন্তব্য করা হয় নি। জেলা সংখ্যালঘু সেলের তরফেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

প্রসঙ্গতঃ, কুলটি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি করা হয়েছে আসানসোল পুরনিগমের কাউন্সিলার নাদিম আখতার ওরফে বাবলুকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই নাদিমকে নিয়ে ক্ষোভ জানিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments