সঙ্গীতা চৌধুরী,তারকেশ্বরঃ- দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত তারা শিবরাত্রির দিন উপোস করেন। শাস্ত্র অনুযায়ী এই দিন উপোস করলে দেবাদিদের মহাদেব প্রসন্ন হন এবং উপোস করা ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন।
এদিকে শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির আগের দিন থেকেই শৈবতীর্থ তারকেশ্বরে চোখে পড়ার মতো ভিড় দেখা গেছে। তবে ২৬ শে ফেব্রুয়ারি শিবরাত্রিতে সারারাত ধরে তারকেশ্বর মন্দিরের দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কমিটি। জানা গেছে ভক্তদের জন্য সারারাত বাবার মন্দির খোলা থাকবে।
শিবরাত্রির তিথি শুরু হচ্ছে বুধবার সকাল ৯টা ৪১ মিনিটে এবং শেষ হবে বৃহস্পতিবার ৮টা ২৮ মিনিটে। শিবরাত্রির দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবেন এবং ৭টার সময় শিবরাত্রি উপলক্ষে বাবার মন্দিরে বিশেষ পুজো হবে এবং রাত ১০টার পর আবারও বাবার মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে যাতে সারারাত ধরে ভক্তরা বাবার মন্দিরে জল ঢালতে পারেন।





