সংবাদদাতা, বাঁকুড়া: গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে বুধবার এক আবেগঘন অনুষ্ঠানে প্রয়াত প্রাথমিক শিক্ষিকা বন্দনা কুন্ডুর পরিবারের হাতে ৩০ লক্ষ টাকার দুর্ঘটনা বীমার চেক তুলে দিল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত শিক্ষিকার পরিবারকে আর্থিক সুরাহা দেওয়ার পাশাপাশি এই উদ্যোগ শিক্ষকদের মধ্যে বীমা সচেতনতা বাড়াতে সাহায্য করবে। উল্লেখযোগ্যভাবে, সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের স্বার্থে আন্দোলন চালিয়ে আসছে। শুধু পেশাগত দাবি নয়, শিক্ষকদের জন্য চালু করেছে ‘অভয়’ গ্রুপ মেডিকেল পলিসি ও পার্সোনাল এক্সিডেন্ট পলিসি। ওই প্রকল্পের আওতাতেই প্রয়াত শিক্ষিকার পরিবার এই আর্থিক সহায়তা পেয়েছে।
বন্দনা কুন্ডু গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষিকা ছিলেন। চলতি বছরের এপ্রিলে এক দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যু ঘটে। তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এদিন একটি স্মরণসভা ও ‘অভয় সচেতনতা শিবির’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক নির্ঝর কুণ্ডু, রাজ্য গভর্নিং বডির সদস্যা সবিতা কুণ্ডু, রাজীব দত্ত, ভবেশ রায়। ছিলেন রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ ধারা, অরিন্দম মন্ডল নারায়ন প্রামানিক সহ জেলার একাধিক নেতৃত্ব। নির্ঝর কুণ্ডু এদিন বলেন,”আমাদের প্রিয় সহকর্মী বন্দনা কুন্ডু আজ আর আমাদের মধ্যে নেই, তবে তিনি জীবনের বিনিময়ে প্রমাণ করে গেলেন, প্রাথমিক শিক্ষকদের পরিবারের জন্য এই বীমা কতটা প্রয়োজনীয়। প্রতিটি শিক্ষক শিক্ষিকার পরিবারকে এই নিরাপত্তার আওতায় আনার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয় শিক্ষকমহল মনে করছে, এই উদ্যোগ নিঃসন্দেহে দুঃসময়ে প্রয়াত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্যান্য শিক্ষকদের কাছেও এক আস্থার বার্তা পৌঁছে দেবে।
















