eaibanglai
Homeএই বাংলায়কোন সময়ে ভগবানকে ডাকা সবথেকে প্রশস্ত?কী বলেছিলেন শ্রী মা? চলুন জেনে নিই

কোন সময়ে ভগবানকে ডাকা সবথেকে প্রশস্ত?কী বলেছিলেন শ্রী মা? চলুন জেনে নিই

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী), বহরমপুরঃ- শ্রী শ্রী মা ছিলেন স্বামীজির ভাষায় জ্যান্ত দুর্গা। স্বামীজি প্রথম সাক্ষাৎ-এই তাঁর জগজ্জনননী রূপ দেখেছিলেন। এছাড়া অনেক ভক্তরাই মা কে কালী, জগদ্ধাত্রী রূপে দর্শন করেছিলেন‌। শ্রী মা তার সারা জীবনে শিখিয়ে ছিলেন জগৎ সংসারে কীভাবে থাকা উচিত? গৃহী মানুষ কীভাবে জপ তপ করবেন? সবটাই মা তার জীবনে করে গিয়েছেন ও দেখিয়ে গিয়েছেন।

১। মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাও। নাম করতে করতে মন আপনি স্থির হবে।

২। সব সময় ঘড়ির কাঁটার মত ইষ্টমন্ত্র জপ করবে। মনের যেমন অবস্থাই হোক না কেন, সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না।

৩। যে যত বেশী সাধন-ভজন করবে সে তত শীগগীর দর্শন পাবে। সাধন মানে তাঁর পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা।

৪। সন্ধিক্ষণেই তাঁকে ডাকা প্রশস্ত, রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এই হল সন্ধি, এই সময় মন পবিত্র থাকে।

৫। নিত্য ধ্যান করবে। কাঁচা মন কি না! ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments