সংবাদদাতা, বাঁকুড়াঃ – আবারো বাঁকুড়া জেলার ওন্দায় এক ভয়াবহ রেল দুর্ঘটনার খবর মিলেছে । সূত্র মারফত জানা গেছে এদিন খুব ভোরে লুপ লাইনে দুটি মাল গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এর ফলে একটি ইঞ্জিন এবং দুটি মালগাড়ি মিলিয়ে মোট ছটি বগি লাইনচ্যুত হয়। এই রেল সংঘর্ষের ফলে বেশ ক্ষতি হয়েছে ওন্দা রেল প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম।
স্থানীয় সূত্র মারফত জানা গেছে এদিন খুব ভোরে ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির পেছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আশা আরেকটি মালগাড়ি। মাল গাড়ির গতি এত ছিল যে তার ধাক্কায় ইঞ্জিন সহ দুটি মাল গাড়ির মোট ছটি বগি লাইনচ্যুত হয় ও ইঞ্জিনটি ছিন্নভিন্ন হয়ে যায় । স্থানীয় মানুষেরা প্রথমে উদ্ধারকাজে হাত লাগিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে । এই ভয়াবহ রেল দুর্ঘটনার ফলে আদ্রা খড়গপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে । রেল সূত্রে জানা গেছে কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।