জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর আর এক স্বপ্নের প্রকল্প হলো ‘সজল ধারা’ প্রকল্প। এর মূল লক্ষ্য হলো গ্রাম বাংলার ঘরে ঘরে বিনামূল্যে পাইপের সাহায্যে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। তার স্বপ্ন পূরণের জন্য দিন-রাত কাজ করে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। একইভাবে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য তিনি ‘পথশ্রী প্রকল্প’ শুরু করেন
১২ ই মার্চ গলসী-২নং ব্লকের গোহগ্ৰাম অঞ্চলের এই দুই প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের স্থানে শিলান্যাস করেন গোহগ্ৰাম অঞ্চল প্রধান জবা দলুই। তখন সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ কৌশিক সাম, পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষীনারায়ণ বাগ্দী সহ সমস্ত পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। জবা দেবী বললেন – এরফলে একদিকে এই এলাকার বাসিন্দারা যেমন পরিশ্রুত পানীয় জল পাবে তেমনি যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে।