eaibanglai
Homeএই বাংলায়২০২২ সালের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের কততম জন্ম তিথি জানেন? শুনুন জন্মাষ্টমীর মাহাত্ম্য!

২০২২ সালের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের কততম জন্ম তিথি জানেন? শুনুন জন্মাষ্টমীর মাহাত্ম্য!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- আজ ১৯শে আগস্ট ২০২২। আজ শ্রীকৃষ্ণের জন্ম তিথি তাই এই তিথিকে বলা হয় জন্মাষ্টমী। আজকের এই পূণ্য তিথিতে সকল ভক্ত উপোস করে জন্মাষ্টমী পালন করেন। যারা সমর্থ তারা নির্জলা ব্রত রাখেন যারা এই ভাবে ব্রত পালন করতে অসমর্থ তারা ফলমূল, সাবু কলা চিনি, সাদা তেল সন্ধর্ব লবন সহযোগে প্রসাদ খেয়ে থাকে।

এই বছর জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর ধরাধামে অবস্থান করে গোলকে গমন করেন।‌ মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পরমেশ্বর ভগবান এই লোক ত্যাগ করে অন্তর্ধান করেন। ভগবান যেদিন এই লোক ত্যাগ করে সেই দিনই কলি প্রবেশ করেছিলো। সেই দিনটি ছিলো শুক্রবার। হিসাব অনুযায়ী খ্রিষ্টপূর্ব ৩১০১ এ কলিযুগ আরম্ভ হয়। বর্তমান ২০২২ খ্রিষ্টাব্দ। এই হিসাব অনুযায়ী কলির বয়স হলো (৩১০১+২০২২) ৫১২৩ বছর। অর্থাৎ ২০২২ এর ইংরেজি সালের মাঘী পূর্ণিমা থেকে ৫২৪৮ বছর পূর্বে শ্রীকৃষ্ণের জন্ম হয়।

জন্মাষ্টমীর মাহাত্ম্যে বলা হয়, এই ব্রত সকল ব্রতের থেকে শ্রেষ্ঠ। শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস পালন করে তা হলে তাকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি, ভোগ করতে হয় না ও পূর্নজন্ম গ্রহন করতে হয় না। হরে কৃষ্ণ। রাধে রাধে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments