সংবাদদাতা, বাঁজুড়াঃ- আজ বাঁকুড়া জেলার খাতড়া রাজবাটি প্রাঙ্গনে অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেলো। বাঁকুড়া জেলার ছাতনা, রাইপুর, খাতড়া, বড়জোড়া থেকে ক্ষত্রিয় সদস্য থেকে আরম্ভ করে খড়গপুর, মানবাজার, বরাবাজার সহ বিভিন্ন জায়গার রাজপুত ক্ষত্রিয় সদস্যরা এসে উপস্থিত হয়। প্রথমে খাতড়া মোড় থেকে বিভিন্ন জায়গার রাজপুত ক্ষত্রিয় সদস্যরা পদযাত্রা করে এই সমাবেশে যোগ দেন।আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ক্ষত্রিয়দের একটি মোটরবাইক রেলি খাতড়া রাজবাটি প্রাঙ্গন থেকে বেরিয়া পুরো খাতড়া শহর পরিক্রমা করে। এই রেলিতে আনুমানিক একশো জনের মতো মোটরবাইক রেলিতে অংশ নেই।এই সমাবেশে রাজপুত ক্ষত্রিয় সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।ক্ষত্রিয় সমাবেশের বাঁকুড়া জেলা ইনচার্জ মাননীয় গৌরীশঙ্কর নারায়ন দেউ এর কথায়,অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা যুব ২০০৭ সালে শুরু হয়েছে। প্রথমে শুরু হয় রানীবাঁধে,তারপর আমরা আস্তে আস্তে আমরা ব্লক এই সংগঠন করেছি। এই সমাবেশের মাধ্যমে আমাদের ক্ষত্রিয় দের একত্রিত করা। এবং তারা যেনো নিজেদের প্রাপ্য সম্মানটুকু আদায় করতে পারে।ক্ষত্রিয়দের আচার আচরন, ভাষা, ধ্যান, ধারনা দেওয়ায় ছিলো এই সমাবেশের মূল লক্ষ্য। আজকের এই সমাবেশে প্রধান অথিতি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাননীয় লালন সিং, বিশ্বজিৎ রায়, মনীশ সিং, বিহার থেকে দিলীপ সিং, উত্তরপ্রদেশ থেকে অখণ্ড প্রতাপ সিং। ক্ষত্রিয়দের উদ্দেশ্যে বার্তা দেন যে কোনো ক্ষত্রিয় দের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের সংগঠনকে এগিয়ে নিয়ে উন্নয়ন করা। এছাড়া উপস্থিত হুগলির সিঙ্গুর থেকে আগত অভিজিৎ সিংহ রায় এবং অরুপ কুমার সিংহ, ছাতনার শান্তিদেব রায়, খাতড়া ব্লক সভাপতি প্রবীর কুমার ধবল দেব সহ বিশিষ্ট ব্যক্তিরা।