eaibanglai
Homeএই বাংলায়প্রেমে প্রতারণা মৃত্যু এক তরুণীর

প্রেমে প্রতারণা মৃত্যু এক তরুণীর

সংবাদদাতা, বাঁকুড়াঃ- প্রেমের পরিণতি যে এতটা নির্মম হবে বুঝে উঠতে পারেনি বৃষ্টি। তাই অকালে ঝরে পড়তে হলো বৃষ্টি রুইদাস কে। নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন বৃষ্টি রুইদাস। মদনমোহন পুর পঞ্চায়েতের ভগবানপুর এর বাসিন্দা বৃষ্টি মাধ্যমিকে ভালো ফল করেছিল। সে মদনমোহন পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। এখন সে একাদশ শ্রেণীতে পাঠরত। বেশ কয়েকবছর ধরে এই বৃষ্টি রুইদাসের সাথে কালীরাম বাগদীর প্রেমের সম্পর্ক ছিল। কোন কারনবসত তাদের দুজনের মধ্যে মন মালিন্য হয়। আ যার পরিণতি স্বরুপ মড়তে হলো তাকে। মা-বাবার বৃষ্টিকে নিয়ে অনেক আশা ছিল স্বপ্ন ছিল কিন্তু এক মুহূর্ত সব শেষ হয়ে গেল। তবে এই মৃত্যুর পিছনে শুধু কি প্রেম ঘটিত কারন নাকি এর পেছনে রয়েছে অন্যকোন রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ। হোয়াটসঅ্যাপ এবং চ্যাটের মাধ্যমে জানা যায় বৃষ্টি বিয়ে করতে বলেছিল কালী বাগদীকে কিন্তু সে রাজি হয়নি। তার ফলেই কি এই ঘটনা উঠছে প্রশ্ন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments