সংবাদদাতা, বর্ধমানঃ- ট্যাঙ্কারটি বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় আহত হন ১ জন। ২নং জাতীয় সড়কের ফ্লাই ওভার থেকে গলসী বাজার এলাকায় পড়ে। প্রায় ১৫ ফুট নীচে পড়ে ট্যাঙ্কারটি। রাত্রী ৯ টার পর দুর্ঘটনাটি ঘটে। সারাদিনই লোকজন থাকে গলসী বাজার এলাকায়। কিন্তু ৮.৩০ নাগাদ গলসী বাজারের দোকান পাট বন্ধ হয়ে যাওয়ায় লোকজন ছিল না বললেই চলে। ঘটনার শব্দে প্রথমে আতঙ্কিত হয়ে পরে স্থানীয়রা। অদুরেই গলসী থানা হওয়ায় ছুটে আসে গলসী থানার পুলিশ।