eaibanglai
Homeএই বাংলায়নিজের জায়গা ব্যবহারে বাধা বৃদ্ধ দম্পতিকে মারধোর প্রতিবেশীদের

নিজের জায়গা ব্যবহারে বাধা বৃদ্ধ দম্পতিকে মারধোর প্রতিবেশীদের

সংবাদদাতা, কালনাঃ- কোর্টের সম্মতিপত্র পাওয়ার পরও নিজের জায়গা ব্যবহারে বাধা প্রতিবেশীদের, তার প্রতিবাদ করলে ষাটোর্ধ্ব বৃদ্ধ দম্পতিকে মারধোর প্রতিবেশীদের। আক্রান্ত দম্পতি কালনা থানা ও কালনা এসডিপিও অফিসে অভিযোগ দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে কালনা পৌরপতির কাছে জানাতে গেলে ওই বৃদ্ধ দম্পতি সেখানেও পৌরপতি রোষের মুখে পড়েন অবশেষে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি। বেশ কয়েক বছর ধরে কালনার কাসাড়ী পাড়ার বাসিন্দা বিশ্বনাথ খা ও পদ্ম খা কালনার আমলা পুকুর এলাকায় এক জায়গা নিয়ে প্রতিবেশীদের সাথে ঝামেলা চলছিল। তা অবশেষে কোট পর্যন্ত গড়ায়। দীর্ঘ প্রতীক্ষার পর নয় বছর পর নিজেদের পক্ষে রায় পান ওই বৃদ্ধ দম্পতি। তারপর ওই এলাকায় নিজেদের জায়গা ব্যবহার করতে গেলে, বর্তমান প্রতিবেশী ভোলানাথ ঘোষ, বিপ্লব ঘোষ, মিঠুন মন্ডল এরা তাদের বাড়ি যাওয়ার জন্য রাস্তা তৈরীর জন্য জায়গার দাবি করে. কিন্তু বৃদ্ধ দম্পতি তাতে রাজি না হওয়ায়, বৃদ্ধ দম্পতিকে মারধর শুরু করে প্রতিবেশীরা। এই ঘটনা পৌরপতি কে জানাতে গেলে সেখানেও পৌরপতি হেনস্থার শিকার হন ওই বৃদ্ধ দম্পতি. অবশেষে প্রশাসনের দ্বারস্থ তারা। যদিও এ বিষয়ে পৌরপতি দেবপ্রসাদ বাগ তাদের হেনস্থার বিষয়টি পুরোপুরি নস্যাৎ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments