eaibanglai
Homeএই বাংলায়৪০ লক্ষ টাকার নতুন তৈরি রাস্তার হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ

৪০ লক্ষ টাকার নতুন তৈরি রাস্তার হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ

সংবাদদাতা, আসানসোলঃ- একদিকে তৈরি হচ্ছে রাস্তা, অপরদিকে হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তার পিচ। ঘটনাটি আসানসোলের সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুন্ডা পঞ্চায়েত এর অন্তর্গত বোলকুন্ডা হয়ে পাতাল যাবার রাস্তায়। ক্ষুব্ধ এলাকার মানুষ বন্ধ করে দেয় রাস্তা মেরামতির কাজ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় ৪০লক্ষ টাকা ব্যয় করে আনুমানিক ৪ কিলোমিটার এই রাস্তা মেরামতির কাজ করছিল সিএফএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামক ঠিকা সংস্থা। এলাকার মানুষের অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে রাস্তা সংস্কারে। এলাকার মানুষের প্রতিবাদ জানিয়ে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেয়। রাস্তা মেরামতের কাজ যখন এক প্রান্তে চলছে ঠিক তখনই আরেক প্রান্তের দিন কয়েক আগেই তৈরি করা রাস্তার পিচ উঠে যাওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। তারা দাবি জানান অবিলম্বে রাস্তার কাজ ঠিক করতে হবে না হলে তাদের আন্দোলন চলতে থাকবে। তবে এই প্রসঙ্গে বিজেপি নেতা চিন্ময় তেওয়ারী বলেন চারিদিকে দুর্নীতি ও চুরি চলছে। রাস্তা খারাপ হবে স্বাভাবিক কারণ ঠিকা সংস্থাকে মোটা অঙ্কের কাটমানি দিতে হচ্ছে। আর হ্যা এই কাটমানি নিয়ে এবার আমরা বড় আন্দোলন শুরু করবো।

এই প্রসঙ্গে সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান গ্রামবাসীদের কাছে থেকে কোনো রকম অভিযোগ তার কাছে আসেনি। অভিযোগ এলেই তিনি নিজে রাস্তার পরিদর্শনে যাবেন। এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান জানান এখনই রাস্তার ব্যাপারে জানলাম এই নিয়ে এক্সুটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হলো। আমি নিজে ওদের বললাম এসে রাস্তাটি পরিদর্শন করতে। এবং ঠিক করে ভালো রাস্তার নির্মাণ করতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments