সংবাদদাতা, বাঁকুড়াঃ- লোকসভা নির্বাচনে দলের খারাপ অবস্থা কাটিয়ে বাঁকুড়া জেলায় সংগঠন ঘুরে দাঁড়িয়েছে বৈঠক শেষে এমনটাই দাবি এমনটাই দাবী বাঁকুড়া জেলার তৃণমূল পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিকেল চারটার সময় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বাঁকুড়া তৃণমূল ভবনে এসে পৌঁছান বাঁকুড়ার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়া তৃণমূল ভবনে বাঁকুড়া জেলা নেতৃত্ব, জেলার ব্লক সভাপতি, বিধায়ক ও তিনটি পুরসভার চেয়ারম্যান সাথে বৈঠক ম্যারাথন বৈঠক করেন তিনি। বৈঠকে জেলার সাংগঠনিক বিষয় সংক্রান্ত আলোচনা হয়েছে। গতকাল পৌরসভা নির্বাচনে আসন সংরক্ষণের খসড়া প্রকাশিত হয়েছে। তাই পৌরসভার নির্বাচনকে মাথায় রেখে দলের পৌর এলাকায় সাংগঠন কে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এদিনের বৈঠকে। বাঁকুড়া জেলার তিনটি পুরসভাতে নাগরিক কনভেনশন করে পৌরসভা এলাকায় কি কাজ করা হয়েছে তা তুলে ধরা হবে।