নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :-
গতরাতে পাত্রসায়ের থানার নারায়ণ পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ করে তৃণমূলের পক্ষ থেকে। পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন শুধু নারায়ণপুর নয় গোটা পশ্চিমবঙ্গেই সন্ত্রাস চালাচ্ছি বিজেপি। সেই রীতি মেনে গত রাতে সুপরিকল্পিত ভাবে কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে নারানপুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে। এতে করে আমরা তীব্র ধিক্কার জানাই আমরা আইনের পথ নেব আমরা মৌখিকভাবে থানায় জানিয়েছি এরপর আমরা লিখিত অভিযোগ করব। তবে বিজেপি এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে।
নারায়ণপুর অঞ্চল বিজেপি সভাপতি দেবু দিগার জানান তৃণমূল যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ কখনোই করতে পারে না। তিনি জানান নারানপুরের তৃণমূলের সভাপতি কে গতকাল দল থেকে বহিষ্কার করা হয় তার ফলে নারায়ণপুরে তৃণমূলের দুটো গোষ্ঠী সৃষ্টি হয় । একটা নতুন সভাপতির আরেকটা পুরোনো সভাপতির অর্থাৎ একটা গোষ্ঠী আরেক টা গোষ্ঠীর পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির ওপর দোষারোপ করছে।