সংবাদদাতা, বর্ধমান:- জাতীয় সড়কের ওপর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের ৩ জন সহ মোট ৭ জন। দুর্ঘটনাটি এদিন সকালে ঘটে পাশের জেলা হুগলির গুড়াপে।
ওই ঘটনায় গুরুতর আহত টোটো চালক সৌমেন ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে, কিছু সময় পর মৃত্যু হয় তারও। তার মাথায় ও হাতে গুরুতর চোট লাগে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গুড়াপের কংসারীতলায় জাতীয় সড়কে স্টেশনগামী একটি টোটো এবং ডাম্পারের সংঘর্ষে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার তীব্রতায় যাত্রীরা পিষ্ট হয়ে ছিটকে পড়েন রাস্তা ও পাশের ধানমাঠ জুড়ে। পুলিশ মৃতদের সনাক্ত করেছে। তারা হলেন – বিদ্যুৎ বেরা(২৯), তার স্ত্রী প্রীতি বেরা(২২) এবং তাদের পুত্র বিহান বেরা(২)। তাদের বাড়ি হুগলির দাদপুর বক্রেশ্বর এলাকায়। মারা গিয়েছেন আরও এক টোটো যাত্রী সৃজা ভট্টাচার্য(২০)। তার বাড়ি হুগলির ভাসতারা এলাকায়। হুগলিরই পান্ডুয়া এলাকার নূপুর দাস(৫০) এবং রামপ্রসাদ দাস(৬২) নামের দুই টোটো যাত্রীও এই দূর্ঘটনায় মারা গেছেন। তারা ছিলেন স্বামী স্ত্রী। পুলিশ দেহগুলি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। এখানেই দেহগুলির ময়নাতদন্ত করা হবে, বলে পুলিশ জানায়। ঘটনার খবর পেয়ে বর্ধমান হাসপাতালে আসেন বর্ধমান থানার আই সি দিব্যেন্দু দাস।





