eaibanglai
Homeএই বাংলায়পাশাপাশি দুটি বাইকের সংঘর্ষে মর্মান্তিক পরিণতি

পাশাপাশি দুটি বাইকের সংঘর্ষে মর্মান্তিক পরিণতি

সংবাদদাতা,বাঁকুড়াঃ– নিয়ন্ত্রণ হারিয়ে পাশাপাশি দুটি বাইক চলে আসায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক তরুণ বাইক আরোহীর। গুরুতর জখম আরো তিন জন। মৃতের নাম অনুপ দুলে,বয়স আনুমানিক ২১ বছর। বাড়ি সিমলাপাল থানার মন্ডলগ্রাম পঞ্চায়েত এলাকায়। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায় তালডাংরা পাঁচমুড়া রাজ্যসড়কে।

স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইকে তিন জন আরোহী এবং অন্য একটি বাইকে এক জন আরোহী ছিলেন। দুটি বাইকই পাঁচমুড়া থেকে তালডাংরা দিকে যাচ্ছিল। পথে মুগাই যাত্রী প্রতিক্ষালয়ের নিকট একটি বাইক অন্য একটি বাইকের পাশাপাশি চলে আসতেই দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। এবং ঘটনাস্থলে পড়ে যায় চার বাইক আরোহীকে। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর, চারজনকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। বাঁকুড়া মেডিক্যাল কলেজে পৌঁছেই মৃত্যু হয় অনুপ দুলে নামে এক বাইক আরোহীর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments