সংবাদদাতা, বাঁকুড়া:- রহস্যজনক ভাবে হীড়বাঁধের জলাভূমি থেকে গ্যাস বের হচ্ছে। আর এই ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে যান জেলাশাসক ডাঃ উমা শঙ্কর এস। জেলাশাসক ছাড়াও ছিলেন খাতড়ার এসডিও বিবেক বর্মা সহ মাইনিং ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা। গ্যার বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে রাতের বেলায় আসারিয়া গ্রামের এই জলাভূমি থেকে বের হচ্ছে রহস্যজনক গ্যাস কিন্তু দিনের বেলায় সূর্যের আলোয় ভালো ভাবে গ্যাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রায় দুই সপ্তাহেরও বেশী ধরে এই রহস্যজনক গ্যাস বের হওয়ার ঘটনায় হীড়বাঁধ ব্লকের আসারিয়া গ্রামের মানুষজনের মধ্যে আতঙ্ক কিছুতেই কাটছে না। জানা যায় গত ১৮ ই নভেম্বর থেকে এই গ্যাস বের হওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে জানানো হয়েছিল এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ফের গ্যাস বের হওয়ার মাত্রা বেড়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই আজ ঘটনাস্থলে পরিদর্শনে যান জেলাশাসক উমা শঙ্কর এস।