eaibanglai
Homeএই বাংলায়ইউপিএসসিতে দেশের প্রথম সিঞ্চনস্নিগ্ধ অধিকারীকে সম্বর্ধনা

ইউপিএসসিতে দেশের প্রথম সিঞ্চনস্নিগ্ধ অধিকারীকে সম্বর্ধনা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দেশের অন্যতম কঠিনতম সরকারি চাকরির পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল সার্ভিস ( আইএসএস) পরীক্ষা। এই পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অঅধিকার করেছেন আসানসোলের ইসমাইলের বাসিন্দা সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। পুরো শিল্পাঞ্চলবাসীকে তথা রাজ্যকে গর্বিত করার জন্য তাঁকে সম্বর্ধনা জানাল ” আসানসোল মেরিনার্স “।

সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর বাবা, মা ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২৫ ডিসেম্বর বড়দিনে তাঁর বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানান এই সংগঠনের সদস্যরা। সদস্যরা জানান সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর এই সাফল্যে আসানসোল মেরিনার্স পরিবার আসানসোলবাসী হিসেবে গর্বিত এবং আনন্দিত বোধ করছে। সিঞ্চন স্নিগ্ধকে আগামী দিনের জন্য শুভেচ্ছা, ভালবাসা ও অভিনন্দন জানান তাঁরা।

আসানসোল শহরের ইসমাইলে মাদার টেরেজা সরণিতে খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা সিঞ্চনের । তাঁর বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের কর্মী । বহুবছর মাইন্স বোর্ড অফ হেলথের অবস্থাও ভালো নয় । সেই কারণে খুব একটা সচ্ছলতার সঙ্গে বড় হননি বছর সাতাশের এই মেধাবী ছাত্রা। মা সুজাতা অধিকারী গৃহবধূ । ছোট থেকে আসানসোল রামকৃষ্ণ মিশনেই পড়াশুনো করেছেন সিঞ্চন স্নিগ্ধ অধিকারী । আসানসোল রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র ছিলেন তিনি। পরবর্তীকালে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সের উপর মাস্টার্স করেন তিনি । অদম্য অধ্যাবসায় থেকেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন সিঞ্চন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments