eaibanglai
Homeএই বাংলায়স্বাধীনতার পর ও বঞ্চনার শিকার ঝালদার লুসকুডি গ্রাম

স্বাধীনতার পর ও বঞ্চনার শিকার ঝালদার লুসকুডি গ্রাম

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়াঃ- স্বাধীনতার এতদিন পরও বঞ্চনার শিকার ঝালদা থানার লুসকুডি গ্রাম| নেই এর তালিকায় পাহাড় হয়েছে ,নেই গ্রামে ঢোকার রাস্তা ঘাট ,নেই পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে যতসব হওয়ার কথা একটিও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে| অথচ তৃণমূল সরকার ঢাক পেটাচ্ছে জঙ্গলমহল হাসছে| বলা বাহুল্য একসময় ছিল এই এলাকা ছিল মাওবাদীদের আঁতুড়ঘর ,যদিও উন্নয়নের জিগির তুলে তৃণমূল মাওবাদীকে সরালেও এই গ্রামে উন্নয়নের ছিটেফোঁটা ও লাগেনি| না কেন্দ্র না রাজ্য কোন প্রকল্পে আসেনি এই গ্রামে বলছেন গ্রামবাসীরা| গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এও জানা যায় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন এই লুসকুডি গ্রামবাসীর কোন গর্ভবতী মহিলা বা কারো হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলে সেই সেই ব্যক্তি কে ৩ কিলোমিটার দূরে নিয়ে যেতে হয় দোলা করে তারপর অ্যাম্বুলেন্স বা ছোট গাড়ির ব্যবস্থা করা হয়| গ্রামে নেই কোন আইসিডিএস ভবন ও| তবে গ্রামবাসীদের কোথায় ভোট আসে ভোট যায় কিন্তু শাসক থেকে বিরোধী দলের নেতারা বারেবার প্রতিশ্রুতি দেন রাস্তা হবে, আই সিডি এস হবে, পানীয় জলের ব্যবস্থা হবে কিন্তু কোনরকম এ সব সুবিধা গুলি পৌঁছায় নি এখনো ঝালদা ১ নাম্বার ব্লকের মাঠারী খামার গ্রাম পঞ্চায়েতের লুসকুডি গ্রামে বলছেন গ্রামবাসীরা|

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments