এই বাংলায় ওয়েব ডেস্কঃ– এবার পুজোর আনন্দ মাটি করতে পারে ‘অসুর’ রূপী বৃষ্টি। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বোধনের দিনই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। পরে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। যার প্রভাবেই ষষ্ঠী থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সপ্তমীর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বর্ষণ হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। অষ্টমীতে বর্ষণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সোমবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। নবমীতেও বৃষ্টি পিছু ছাড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিন দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছেন আবহবীদরা।
আট থেকে আশি আপামর বাঙালির এবার মায়ের কাছে একটাই প্রার্থনা, বৃষ্টি ‘অসুর’ যেন পুজোর আনন্দ মাটি করতে না পারে। কিন্তু শেষ পর্যন্ত কি দেবীর কানে পৌঁছবে সেই আকুতি?