এইবাংলায় ওয়েবডেস্কঃ- কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। যদিও চলতি মরশুমে মাঘের প্রথম সপ্তাহে আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। যার জেরে তৈরি হচ্ছে বৃষ্টির পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তালিকায় আছে মোট সাতটি জেলা। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও দার্জিলিং। বৃষ্টি চলতে পারে টানা কয়েকদিন।
অন্যদিকে উত্তুরে হাওয়া আটকে আছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে । যার জেরে জাঁকিয়ে শীত উধাও। হাওয়া অফিসের মতে আগামী সোমবার থেকে সামান্য পারাপতন হবে। আগামী সপ্তাহ জুড়ে শীতের আমেজ থাকলেও আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে যদি পারিপার্শ্বিক পরিস্থিতিতে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় নষ্ট হয়ে যায় তাহলে ১৯ বা ২০ তারিখের পর আবার একটা ছোট শীতের স্পেল ফিরে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবীদরা।