সংবাদদাতা,বাঁকুড়াঃ– ঘন কুয়াশার জেরে বিপত্তি। কুয়াশাছন্ন রাস্তায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের। দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে কমপক্ষে পনেরো জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার জয়রামবাটি হলদি মোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে একটি যাত্রী বোঝায় বাস আরামবাগ থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে একটি ট্রাক জয়রামবাটি থেকে আরামবাগের দিকে যাচ্ছিলো। সকালে ঘন কুয়াশায় চারিদিক আছন্ন থাকায় বাঁধে বিপত্তি। জয়রামবাটির হলদি মোড়ে একটি বাঁকের মুখে মুখোমুখি সংঘর্ষ ঘটে ট্রাক এবং বাসের। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। জানা গেছে যাত্রীবাহী বাসটিতে প্রায় ৫০ যাত্রী ছিলেন। কমবেশী সকলেই আহত হন। তবে গুরুতর জখম হন ১৫-২০জন।
ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের সহায়তায় আহত সমস্ত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় কামারপুকুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যাদের গুরুতর অবস্থা তাদের অন্যান্য হাসপাতাল স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে ঘটনার জেরে ওই রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে বেশ কিছু ক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে তা উঠে যায়।