eaibanglai
Homeএই বাংলায়ফের তাপমাত্রার পারা ৪০ পার করবে

ফের তাপমাত্রার পারা ৪০ পার করবে

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরমের দাপট থেকেই গেছে। আপাতত তার থেকে নিস্তার নেই বলে জানিয়েছে হওয়া অফিস। পাশাপাশি আগামী চার পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পাবে। পুরুলিা, বাঁকুড়া, বীরুভূম, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে তাপমাত্রার পারা। তবে, একই সঙ্গে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম। যদিও, বৃষ্টি হওয়া সত্ত্বেও এই জেলাগুলিতে তাপমাত্রা কমার এখনই কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। জুন মাসের প্রথম সপ্তাহে আবার দাপট দেখাবে গরম।

অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় মঙ্গল ও বুধবার বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments