eaibanglai
Homeএই বাংলায়ভরা বর্ষায় ভারী বৃষ্টি উধাও রাজ্য থেকে, আরও কমতে পারে বৃষ্টির পরিমাণ

ভরা বর্ষায় ভারী বৃষ্টি উধাও রাজ্য থেকে, আরও কমতে পারে বৃষ্টির পরিমাণ

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- যেখানে দেশের উত্তর পশ্চিমাংশ অতিবৃষ্টিতে ভাসছে, সেখানে ভরা বর্ষায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি উধাও। আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস পড়ে গেছে, তবুও বর্ষার বৃষ্টি দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। ভরা বর্ষার বৃষ্টি বলতে শুধুই কোথায় কোথাও বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত। এর মধ্যে কোনো আশার বাণীও শোনায়নি হাওয়া অফিস। বরং রাজ্যে বৃষ্টি আরও কমবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
আগামী তিন দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে। বেশ কিছু জেলাতে ৫০ শতাংশের বেশি ঘাটতি তৈরি হয়েছে। তবে আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি পূরণের কোনও সম্ভাবনা নেই। আর এই বৃষ্টির ঘাটতির ফলে দক্ষিণবঙ্গে ধান চাষ-সহ কৃষিকাজে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ২৭ জুলাই বৃহস্পতিবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে ও দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে । তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না । বৃহস্পতিবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments