সংবাদদাতা, কালনা: নিছক মোবাইল ফোন ঘরে ফেলে আসাকে নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া, আর তাতে দুজনেই গঙ্গায় দিলেন মরণ ঝাঁপ। কালনার পিয়ারিনগরে।
ভাগীরথী নদীতে স্বামী-স্ত্রী শ্বশুরবাড়ি যাওয়ার পথে একসাথে ঝাঁপ দিলেন গঙ্গায়। মৎস্যজীবীরা ডুবন্ত স্বামীকে উদ্ধার করলেও, স্ত্রীর খোঁজ মেলেনি। তবে কয়েক ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো স্ত্রীর মরদেহও।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ঝাপ দেন এক মহিলা, তার পরে পরেই স্ত্রীকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেন স্বামীও। কোন রকমে নৌকার মাঝিদের তৎপরতায় স্বামীকে উদ্ধার করা গেল স্ত্রী নিখোঁজ ছিলেন। এরপর বুধবার বিকেলে মৃতদেহ ভেসে ওঠে কালনা খেয়াঘাট সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধুর নাম আয়েশা খাতুন। মেমারির থানার বড় পলাশন গ্রামের বাসিন্দা মনসুর শেখের সাথে তার বিয়ে হয়। কয়েকদিন আগে মনসুর তার শ্বশুরবাড়িতে আসেন। এরপর স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে ফেরার পথে বাড়িতে ফোন রেখে আসাকে কেন্দ্র করে ঝামেলা অশান্তির জেরে ওই মহিলা ভাগিরথীতে ঝাপ দেন বলে জানিয়েছেন মৃত ওই মহিলার স্বামী।
এদিন মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হসপিটাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।






