শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– ‘আপনারাই ভালো ছিলেন, লাল ঝাণ্ডা আবার ফিরে আসুক’ সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যেকেই এই কথা বলছেন, নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, আইনজীবি নীলাঞ্জন দাশগুপ্ত। বৃহস্পতিবার তিনি ইন্দপুর এলাকার ভেদুয়াশোল, বনকাটা সহ বিভিন্ন গ্রাম ও গঞ্জে নির্বাচনী প্রচারে অংশ নেনl
সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত এদিন আরও বলেন, মানুষের হাতে কাজ নেই, ফলে সর্বস্তরের মানুষ কমবেশী সমস্যায় আছেন। সমস্যা সমাধানে যাদের কাজ করার কথা ছিল তারা কেউই কিছু করেনি বলে তিনি দাবি করেন।
সিপিআইএম প্রার্থী, পেশায় আইনজীবি নীলাঞ্জন দাশগুপ্তকে ঘিরে এদিন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। শুধুমাত্র দলের কর্মী-সমর্থকরা নয়, ওই এলাকার অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে নীলাঞ্জন দাশগুপ্তের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন বলে সিপিআইএম সূত্রে দাবি করা হয়েছে।

















