eaibanglai
Homeএই বাংলায়লোকসভা ভোটের জন্য ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

লোকসভা ভোটের জন্য ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

সংবাদদাতা, আসানসোল:- লোকসভা ভোটের দিনক্ষণ গতকাল ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটের আগে কোথাও যেন কোনো রকম কোনো সন্ত্রাস না ছড়াই ও আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলায় ইতিমধ্যে ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে জানা গেছে। রবিবার আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সবনপুর কল‍্যানেশ্বরী ডুবুরডিহি কদভিটা দেবীপুর সহ চৌরঙ্গি ফাঁড়ির বিভিন্ন গ্রাম সহ এলাকায় রুট মার্চ করা হয়।

মূলত নির্বাচনের আগে ভোটারদের অভয় দিতে ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই রুট মার্চ এর আয়োজন বলে জানা গেছে।অন‍্যদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোষ্ট অঞ্চলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি শুরু হয়েছে।ঝাড়খণ্ড বিহার থেকে আগত চারচাকা গাড়ি ও মোটর বাইক থামিয়ে তল্লাশি সহ যাত্রীদের গন্তব‍্য ও উদ্দেশ‍্যর তথ‍্য সংগ্রহ করতে দেখা যায় উপস্থিত পুলিশ কর্মীদের।বলতে গেলে লোকসভা নির্বাচন সুষ্ঠ শান্তিতে সম্পন্ন করার লক্ষে পুলিশ প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments